বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি সহ গ্রেফতার, মোঃ আমিরুল ইসলাম আলম

প্রেস ব্রিফিং অবৈধ অস্ত্রধারী আসামী ১। মোঃ আমিরুল ইসলাম @ আলম (২২) কে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি সহ গ্রেফতার। কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ অস্ত্রধারী আসামী মোঃ আবিরুল ইসলাম @ আলম(২২)'কে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি স গ্রেফতার।আসামী মোঃ আবিরুল ইসলাম (2) আলম(২২) এর সামাজিক যোগাযোগা মাধ্যমে একটি মেয়ের সাথে পরিচয় হয়। তাহাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা হয়। কথাবার্তার মাধ্যমে তাহাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। আসামী মোঃ আবিরুল ইসলাম @ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটিকে সময় অসময়ে বিরক্ত করতে থাকে। ফলে মেয়েটি আসামীর সহিত যোগাযোগ বন্ধ করে দেয়। ইহাতে আসামী অভিমান করে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করিবে মর্মে মেয়েটিকে হুমকি প্রদান করে একটি ভিডিও প্রেরণ করে। উক্ত সংবাদটি গোপন সূত্রে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নজরে আসলে কক্সবাজার সদর মডেল থানার একটি চৌকশ টিম পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে ইহার তদন্তে নামে। উক্ত বিষয়ে তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী এবং আসামীর দোকান সনাক্ত করা হয়। উক্ত সনাক্ত মতে অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়ন ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ ডিককুল জাফর আলমের জায়গার ভাড়াটিয়া দোকানদার শাহ মজিদিয়া এন্টারপ্রাইজ, প্রোঃ আলম এর দোকান হইতে আসামী মোঃ আবিরুল ইসলাম @ আলম (২২)কে ধৃত করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রহিয়াছে মর্মে স্বীকার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ আবিরুল ইসলাম @ আলম (২২) এর দোকান তল্লাশীকালে তাহার দেখানো ও সনাক্তমতে টেবিলের ড্রয়ারে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো (ক) একটি কালো রংয়ের বিদেশী পিস্তল, (খ) একটি ম্যাগাজিন, (গ) ০৪ (চার) রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ