শোক দিবস সফলে জেলা মৎস্যজীবীলীগের ব্যাপক প্রস্তুতি


এন আলম আজাদ, কক্সবাজার: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস  সফলে কক্সবাজার জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের প্রস্তুতি সভা গতকাল( ৪ আগষ্ট) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবীলীগের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শোক দিবসের দলীয় ও সাংগঠনিক নানা কর্মসূচি সফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাঙ্গালি ভোজ সম্পন্নে ৪ টি  উপকমিটি গঠন করা হয়েছে।

জেলা নেতা মোঃ সেলিমের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সুচিত এ সভা সঞ্চালনা করেন,জেলার সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাস।সভায় কর্মসূচি উৎযাপনে সারগর্ভ বক্তব্য রাখেন, সাবেক জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ তৈয়ব,সাংগঠনিক সম্পাদক এন আলম আজাদ,জেলা নেতা মোঃ আবদুল হান্নান কামাল, নাছির উদ্দীন, স্বপন কান্তি দে(এমইউপি)শফিক আহমেদ, মোবারক আকতার,জয়নাল আবেদিন,বাদশা মাঝি,মোঃ রশিদ, যুগলানন্দ মহারাজ,জাফর ইকবাল,আবুল কালাম, আবু মুসা,মনির হোসাইন ও ডাঃ মোহন লাল উপজেলা নেতাদের মধ্যে মহেশখালীর মোঃ ছিদ্দিক মিয়া, সেলিম নেওয়াজ,ইফতেখার মোহাম্মদ ও মোঃ ফরিদ,মহেশখালী পৌর সভাপতি শাহাবুদ্দিন,উখিয়ার মোসলেম উদ্দিন ও আনিসুল ইসলাম কুতুবদিয়ার মোঃ আবদুল মোতালেব সদরের জসিম উদ্দিন,কক্সবাজার পৌর কমিটির আহবায়ক ফোরকান আজাদ ও সদস্য সচিব জাহেদুল ইসলাম মানিক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আজাদ ও নয়ন কান্তি দে, রামুর মোঃ সেলিম ও আমান উল্লাহ,টেকনাফের জাহেদুল ইসলাম জিকু,মোঃ সোহেল ও পৌর নেতা মিজানুর রহমান, মাতামূহহুরীর সাংগঠনিক কমিটির মোঃ হোসেন ও আজিজুল হক বাদশা, ঈদগাহ উপজেলার মৌলভী নুরুল আমিন ও ইউনিয়ন নেতাদের মধ্যে ইশতিয়াক আহমেদ, আলী আকবর, সাজ্জাদ কবির,মোঃ আনোয়ার, হাসান শরীফ,রশিদ আহমেদ, খোরশেদ আলম, খালেদ মাসুদ, আবু ওমর,নাসির উদ্দিন, মোঃ হারুন,বশির মাঝি,সেলিম মাঝি,ডাঃ রনধীর, হাজী সেলিম,মোঃ রশিদ ও রমজান আলী ১ নং ওয়ার্ডের আওতাধীন খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পের সাংগঠনিক নেত্রী জেসমিন আকতার ও সুমা রানি দাশ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। 

জেলা সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কে স্বপরিবারে হত্যা করে এ জাতিকে দিশাহীন জাতিতে পরিণত করতে চেয়েছিল উচ্চ বিলাশী সামরিক অফিসার ও আওয়ামী লীগ বিরুধী ষড়যন্ত্রকারীরা।ইয়াহিয়া ও টিক্কা খানের এদেশীয় সহযোগীরা দেশ কে পাকিস্তান হিসেবে রুপ দিতে চাইলেও তাদের সেই প্রচেষ্ঠা নস্যাৎ করে দিয়েছে বঙ্গবন্ধুর লাখোকোটি অনুসারীরা।তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর ৬ দফার মধ্যেই  স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছিলেন।শোকের এ দিনটিতে সকলকে শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্নাট বাংলাদেশ গঠনে অগ্রগামী ভূমিকা পালন ও জামাত বিএনপির অগ্নি সংযোগ ও নাশকতার প্রতিরোধে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান । 

সভায় আগষ্ট মাসের সকল কর্মসূচির মধ্যে ৮ আগষ্ট বঙ্গমাতার জন্ম বার্ষিকী,১৪ ই আগষ্ট জেলা আওয়ামী লীগের শোক র্যারিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ,১৭ ও ২১ আগষ্টের সিরিজ বোমা ও গ্রেনেড হামলা দিবসের কর্মসূচিতে যোগদান এবং ২৩ আগষ্ট জেলা মৎস্যজীবীলীগের উদ্দ্যেগে আয়োজিত কাঙ্গালি ভোজ ও আলোচনা সভার নিদিষ্ট কর্মসূচিতে যোগদানের আহবান জানানো হয়।

এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ