থাকেন চট্টগ্রামে কয়েকশ কোটি টাকার মালিক ইয়াবা ডন নুরুল আলম!

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ার বাসিন্দা আমির হামজা প্রকাশ ফসকা লালুর ছেলে নুরুল আলম। সে অর্ধডজন মাদক মামলার বোঝা মাথায় নিয়ে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরে এখন অবৈধ টাকায় নব্য কোটিপতি। একজন ইয়াবা ডন হিসেবে পরিচিতি পেলেও তিনি বরাবরই অধরা রয়ে গেছেন। ইয়াবার পাশাপাশি মানবপাচারের অভিযোগ তার বিরুদ্ধে। যার ফলে দিন দিন আরো বেপরোয়া হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে পাচার করছে কাড়িকাড়ি ইয়াবা। ধ্বংস হচ্ছে দেশ তথা দেশের যুব ও ছাত্রসমাজ। শাহপরীর দ্বীপের নুরুল আলম ইয়াবা ব্যবসা করে গত কয়েক বছরে শত কোটি টাকার মালিক বনে গেছেন। নামে বেনামে চট্টগ্রাম শহরের খুলশীসহ বিভিন্ন এলাকায়, বেশ কয়েটি ফ্ল্যাট, প্লটসহ, হুন্ডাই, এলিয়ন, প্রিমিও, বার্জাজ কোম্পানিরমতো অর্ধডজন দামি ব্র্যান্ডের গাড়ি ও জায়গা জমি কিনে সম্পত্তির মালিক হয়ে গেছেন। তবে সুচতুর নুরুল আলম বেশিরভাগ সম্পত্তি তার চট্টগ্রামের স্ত্রী রাজিয়া বেগম, প্রকাশ সুলতানার আত্মীয়-স্বজনের নামে ক্রয় করেছেন বলে জানা গেছে। দুদক তদন্ত করলে বেরিয়ে আসবে তলের বিড়াল। অথচ কয়েক বছর আগেও তিনি শাহপরীর দ্বীপ বাজারে তার বাবার দোকানের একজন কর্মচারি ছিলেন। কিন্তু মরণনেশা ইয়াবা ব্যবসার বদৌলতে আজ কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন নুরুল আলম। বিভিন্ন মামলা সূত্রে জানা যায়, বিগত ২০সালে কক্সবাজারের মহেশখালী থানার যার মামলা নং ২/৭৬ তার বিরুদ্ধে দেড় লাখ পিস ইয়াবা মামলার পলাতক আসামীসহ অর্ধডজন মামলা রয়েছে। এর আগে বিগত ২০১১ সালে টেকনাফ থানার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ মামলায়ও সে আসামি যার মামলা নং ৩২। এই মামলার এক নাম্বার আসামি তার নিকট আত্মীয় তার ফুফাতো ভাই একই এলাকার বাসিন্দ আয়ুব আলীর ছেলে কলিম উল্লাহ, সে এখনো জেলহাজতে রয়েছে। এই অভাগা কলিম উল্লাহ ইয়াবা ডন নরুল আলমের ইয়াবা বহন করতে গিয়ে হাতেনাতে আটক হয়ে এক নাম্বারে আসামী হলো। সূত্রে আরো জানা যায়, বাংলাদেশের টপ লেভেল এর ইয়াবা ব্যবসায়ী জুবায়েরের ভাগিনা এই নূরুল আলম। তার মামার সাথে ইয়াবা ব্যবসাযর কৌশল আয়ত্ব করে সেও একজন অঘোষিত ইয়াবা ডন। ন্যাশনাল এনআইডি কার্ডে তার নাম নুরুল আলম হলেও চট্টগ্রাম শহরে, সে জাকির,জামাল সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া প্রথমে নুরুল আলম টেকনাফ সাবরাং এলাকার (ছন্দ নাম সেলিনা) নামে একজনকে বিয়ে করে, সেই ঘরে ফুটফুটে দুইটি মেয়ে সন্তান রয়েছে। বিগত পাঁচ বছর থেকে, প্রথম স্ত্রীর সাথে নিয়মিত কোন যোগাযোগ রাখছে না বলে দাবি তাদের। ইয়াবা ব্যবসার সুবিধার্থে, সে ঘটে বসায় আরেক অঘটন মামার শালিকে দুইটি সন্তানসহ আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে এনে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীর নাম, রাজিয়া বেগম হলেও সেও মাঝেমাঝে হয়ে যায় সুলতানা। এ বিষয়ে, নুরুল আলম এর আপন ভাই মোহাম্মদ আলমের সাথে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার ভাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ, এই পর্যন্ত একশতবারেরও বেশি সময়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার বাবার সাথে যোগাযোগ করেছেন, এমনকি বাড়িতেও তদন্তের জন্য এসেছেন, আমার বাবা একজন সৎ ভালো মানুষ, তার কারণে বাবা স্ট্রোক কারার মতো অবস্থা, আমাদের সাথে তার কোনো যোগাযোগ নেই, সে বেশ কয়েকবছর থেকে দ্বিতীয় স্ত্রী নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছে সে। সাম্প্রতিক সময়ে গোটা দেশে ইয়াবার থাবা ভয়াবহ আকার ধারণ করে। প্রশাসন, সীমান্তপ্রহরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও ইয়াবার বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ