আহলুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ ও আম্পারা সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে



বার্তা বিভাগঃ

গত ১৪/০২/২০২৩/-ইংরেজি তারিখ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

বি:দ্র:-মাত্র এক মাস ১৫ দিনের মধ্যে ৮ জন ছাত্র সমগ্র কোরআনের নাজেরা শেষ করে হিফজের ছবক গ্রহণ করেছে এবং একই সময়ের মধ্যে ১৩ জন ছাত্র কায়দা শেষ করে "আম্পারা" সবক গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ যা হিফয জগতের জন্য সত্যিই এক বিস্ময়।

উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছাত্রকে হিফযের পাশাপাশি জেনারেল সেকশনে দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে আলাদা জেনারেল বিভাগ। যার মাধ্যমে হিফযরত ছাত্রদেরকে জেনারেল শিক্ষায় দক্ষ করে বাংলা, ইংরেজি ও আরবিতে এক্সপার্ট করে গড়ে তোলার জন্য বিশেষভাবে জোর দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে 

প্রধান অতিথি ছিলেন,সিকদার মহল বায়তুল মুয়াজ্জম জামে মসজিদের খতীব (মাওলানা নুরুল হুদা)-উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ নুরুল ইসলাম, 

শিক্ষার্থীদের সবক প্রদান করেন দারুল আরকান মাদ্রাসার প্রতিষ্ঠাতা,হাফেজ ইউনুস  ফরাজী! 
আহলুল কোরআন ইন্টার্নেশনাল  মাদরাসা শ্রেষ্ঠ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। 

তারাবনিয়ার ছড়া মসজিদ সংলগ্ন পূর্ব  বিল্ডিং,হাজী মুজাহের মার্কেট  আহলুল কোরআন মাদ্রাসা! কক্সবাজার!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ