যথাযথ দায়িত্ব পালন করায় পুরস্কৃত করলেন নীলফামারীর পুলিশ সুপার


মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার) রংপুর ব‍্যুরোঃ 

মাসিক অপরাধ ও পর্যালোচনার সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেছেন নীলফামারী জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় (চলতি বছরের মে ও জুন মাসে) কৃতিত্বপূর্ণ কাজের জন্য অফিসার-ফোর্সদের হাতে পুরস্কার তুলে দেন রবিবার বিকেলে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।

পুরস্কারপ্রাপ্ত অফিসার-ফোর্সরা হলেন, যথাক্রমে হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ পুরস্কার পান সৈয়দপুর থানার এসআই(নিরস্ত্র) আহমদ উল্লাহ হক প্রধান, হারানো জিডি মূলে ২৫টি মোবাইল ফোন উদ্ধারে এএসআই আখতারুজ্জামান মন্ডল পলাশ ও অটো চুরি মামলার রহস্য উদঘাটন তদন্তে প্রাপ্ত ১জন আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারে এসআই (নিরস্ত্র) ইন্দ্রমোহন রায়, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে জলঢাকা থানার এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী, যানজট নিরসন ও সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল-১১৯ টি’র জন্য শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নীলফামারীর ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন, শ্রেষ্ঠ জলঢাকা থানার এসআই (নিরস্ত্র) মানিক হোসেন(ছুরি মামলা তদন্তে প্রাপ্ত ৬ জন আসামি গ্রেফতার ও আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ, চোরাই মালামাল উদ্ধারসহ ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করন), শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার জলঢাকা থানার এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নীলফামারী থানার এএসআই (নিরস্ত্র) মোতালেব হোসেন, বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন, পুলিশ সুপার কার্যালয়ের ড্রাইভার কনস্টেবল/৪৯৮ জিল্লুর রহমান, কনস্টেবল/৩৫৯ মনছুর আলী, কনস্টেবল/৩৭৫ যুবরাজ, কনস্টেবল/৫৭২ আরিফুল ইসলাম ও কনস্টেবল/৭৩১ আব্দুর রহমান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর-সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, সহকারি পুলিশ সুপার(ডোমার-সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই, নীলফামারী-কোর্ট পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ