ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে জলঢাকা পৌরসভা থেকে অর্থ সহায়তা


মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার) রংপুর ব‍্যুরোঃ

নীলফামারীর জলঢাকা পৌর এলাকার পাঁচটি ওয়ার্ডে আজ রবিবার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পৌরসভা থেকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। 

জলঢাকা পৌরসভা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে জলঢাকা পৌর এলাকার ১ ও ৭ ওয়ার্ডে আংশিক এবং ২,৩ ও ৪ ওয়ার্ডে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রবিবার সকালে পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু ২০০০ থেকে ৩০০০ টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন হয়। 

এ সময় পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন আমার যতটুকু সম্ভব ততটুকু পৌরসভা থেকে আর্থিক সহায়তা দিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ