ডোমারে বিভিন্ন স্থানে শিবরাত্রি ব্রত পুজা পালিত


সত্যেন্দ্রনাথ রায়, ডোমার প্রতিনিধিঃ
 

ডোমারে বিভিন্ন আয়োজনে শিবরাত্রি ব্রত পুজা পালিত প্রতি বৎসর পহেলা মার্চ মঙ্গলবার কৃষ্ণ পক্ষের চতুরদর্শী তিথিতে হিন্দুদের অন্যতম শিবরাত্রী ব্রত পুজা দিন ব্যাপী পালন করা হয়েছে ।

 সনাতন ধর্মাবলম্বীরা পরিবারের মঙ্গলকামনায়,ঢাকের বাজনা,শঙ্খ ধনী,পুরোহিত মশাইয়ে মন্ত্রদারাএপুজা পালন করে থাকে, পুরোহিত প্রকাশ চক্রবর্তী,বীরবল চক্রবর্তী জানান,হিন্দু ধর্মের পঞ্জিকা,শিবপুড়ানে এ পুজার কথা লিপিবদ্ধ আছে।উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক রামকৃষ্ণ বর্মন,জুগ্ম আহ্বায়ক অমর জিৎ শিংহ জানান করোনা 

কালীন নির্দেশনা সমুন্নত রেখেই শিবরাত্রি ব্রত পুজার আয়োজক কমিটি নির্দেশ দেয়া হয়েছে,প্রায় ৮০ স্থানে এ পুজা পালন করা হচ্ছে।এদিকে হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা হংসরাজ উত্তরা শিবালয় মহাশ্মশান ঘাটে ১৮ তম পুজা পরিদর্শনে গিয়ে আগত দর্শনার্থীদের সার্বিক খোঁজখবর ও আইন শৃঙ্খলা বজায় রাখার আহব্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ