বার্তা পরিবেশকঃ
২৯ মার্চ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘রামু ভূমি অফিসে জারিকারক আবুল ফজলের ঘুষ বাণিজ্য ‘ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রামু ভূমি অফিসের জারিকারক আবুল ফজল।
প্রতিবেদনে উল্লেখিত ঘুষ লেনদেনের বিষয়টি অসত্য বলে দাবি করে প্রতিবাদে তিনি বলেন,প্রতি নোটিশে যাতায়াত খরচ বাবদ ১০০/২০০ টাকা বেশি দেয়া হয়, বর্তমানে গাড়ি ভাড়া আগের তুলনায় তিন গুণ বেড়েছে। নোটিশ জারি করতে যাতায়াত খরচ ছাড়া আরো আছে চা-নাস্তা খরচ।আমি বয়স্ক মানুষ বর্তমানে আমি নানা জটিল রোগে আক্রান্ত,তাই সাথে করে আমার পরিবারের বিশ্বস্ত একজন মানুষ প্রয়োজন। তারও একটি খরচ আছে।নোটিশ জারি করতে আমার নির্ধারণ করা কোনো ফি নেই, বাদীপক্ষ যা দেয় তাই নি। জারিকারক আবুল ফজল দাবি করেন, আমি দীর্ঘ ৩৮ বছর সুনামের সাথে সরকারের দেয়া দায়িত্ব পালন করে আসছি, আর মাত্র ২/১ বছর আছে আমার চাকরির বয়স। অসত্য তথ্য ছড়ানোয় আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ফলে আমি এই প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি।
0 মন্তব্যসমূহ