প্রকাশিত সংবাদের প্রতিবাদ:


গতকাল কক্সবাজার থেকে বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় প্রকাশিত মানব পাচারকারীর মূল হোতা বাংলা বাজারের বশিরের নামে যে সংবাদটি প্রকাশিত করা হয়েছে।এই শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । এসংবাদে উল্লেখিত চাকমারকুল হামজালা ও তার বন্ধু আনছার আলীর সাথে আমার কোন ধরনের লেনদেন নাই এবং ছিল না। সংবাদে উল্লেখিত পাসপোর্ট ও দু'লক্ষ টাকা নেওয়ার কথাটির সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিষয়ে যে বিচার শালীন হওয়ার কথাটি এটি একটি কাল্পনিক মিথ্যা।এমনকি রোহিঙ্গা নারীদের মিথ্যা প্রলোভন বিদেশে পাচারের প্রশ্নই উঠে না। কেউ যদি প্রমাণ দিতে পারে আমি উপযুক্ত শাস্তি মাথা পেতে নেব।কিছু সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার নামে নিউজ করা হয়েছে । পাশাপাশি  উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া মনগড়া নিউজ করে আমার সম্মানহীন করার অপচেষ্টায় চালানো হচ্ছে। আমি কোন মেয়েকে টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেয়নি।আমি এ বিষয় নিয়ে প্রকাশিত মিথ্যা নিউজ এর সংবাদের প্রতিবাদ জানায়।

বাংলা বাজার বশিরের বিরুদ্ধে একদল লোক ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে । আমরা তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলকে সবিনয় অনুরোধ করছি। 

প্রতিবাদকারী: 

বশির আহমেদ, পিতা ও উলা মিয়া বাংলাবাজার, কক্সবাজার সদর। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৬ নং ওয়ার্ড বাংলা বাজার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ