নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর লিংক রোডেরস্থ প্রধান সড়কের পাশে সিটি কোকারিজ শপ্ নামে আর এফ এলের এক অত্যাধুনিক শো রুম উদ্ভোদন করা হয়।
বোধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে লিংরোড বাজরে শো রুমটি উদ্ভোদন করা হয়েছে।
এইসময় উপস্থিত ছিলেন আর এফ এলের এক্সিকিউটিভ ডাইরেক্টর তৌফিকুল ইসলাম,ইউপি প্রতিনিধি শরিফ উদ্দিন, ভুট্টো ব্যবসায়ী,ফয়সাল উদ্দিন, হারুনউর রশিদ, ইউসুফ, নুরুল হক,সহপ্রমুখ।পরে সকালে আর এফ এলের কর্মকর্তাগণ সারিবদ্ধ হয়ে রেলি আরম্ভ করেন পাশাপাশি কেক কেটে শোরুমটি উদ্বোধন করা করেন।
সিটি ক্রোকারিজ সপ্এর মালিক আলমগীর জানান, কক্সবাজারে অন্যতম এক শো রুম যেহেতু কক্সবাজারে কেনাকাটা করার জন্য বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন ক্রেতারা।এই আরএফএল এর সকল পণ্যের সমাহার সেরামিক ও অ্যালুমিনিয়ামের ক্রোকারিজ পণ্য একুরিয়াম নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রিক জিনিস রয়েছে । গৃহস্থালি পণ্য বিয়ে জন্মদিন সহ যেকোন অনুষ্ঠানের পছন্দসই উপহারসামগ্রী নির্ভরযোগ্য। প্রতিষ্ঠানটি যৌথভাবে করা হয়েছে বলে আলমগীর বলেন। আরো জানান উদ্বোধনী অনুষ্ঠানের দিনকে সম্বোধন করে তাদের জন্য ১০ % ছাড় দিয়েছে বলে জানান। উন্নত মানের পণ্য সামগ্রী কিনতে আপনিও আপনার বন্ধু-বান্ধব এবং সপরিবারে চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে।
0 মন্তব্যসমূহ