মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
চলতি বাংলা সালের ফাল্গুন মাসে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য বার্ষিক উরস উপলক্ষে সৈয়দপুর থেকে বাঁশের ভেলার মাধ্যমে বিভিন্ন উপকরণ পাঠিয়েছে সৈয়দপুরের জাকেরানরা। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সৈয়দপুর উপজেলা জাকের পার্টির পক্ষ থেকে নদীপথে বাঁশের ভুড়ার (ভেলা) মাধ্যমে বিভিন্ন উপকরণ পাঠানো হয়।
জুম্মার নামাজ শেষে ওই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করে জাকের পার্টি সৈয়দপুর শাখা। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের পাশে চিকলী নদীর কুঠিরঘাট ব্রীজে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের জাকের পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকের পার্টি সাংগঠনিক জেলা নীলফামারী-২ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. লানচু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুর নবী সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো.মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, বোতলাগাড়ী ইউনিয়ন শাখা সভাপতি শাহজাহান ও জাকের পার্টি নেতা মো. জাহারুল ইসলাম, মো.আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. খায়রুল হোসেন বুলবুল।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার চিকলী নদীর ঘাট সংলগ্ন হযরত ঘোড়ে শাহ(রঃ) এর মাজার চত্বরে মিলাদ ও হ জিকির অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় আলোচনা শেষে রাতব্যাপী জিকির পর্বে জাকের পার্টির কয়েকশত সদস্য ও জাকেরানগন অংশ নেন। এদিকে বাঁশের ভুড়া (ভেলা) ভাসানো উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলের জন্য জাকেরানগন তাদের মান্নত করা নগদ অর্থ, পশু, ধান, চাল, হাঁস-মুরগীসহ অন্যান্য উপকরণ নজরানা দেন।
এসময় বাঁশের ভেলা ভাসানো দেখতে হাজার হাজার নারী-পুরুষের আগমন ঘটে নদী পাড় এলাকায়। অন্যান্য নিয়ম পালন শেষে ভেলার রশি ছেড়ে দিয়ে বাঁশের ভেলার মাধ্যমে নদীভ্রমণের উদ্বোধনকরেন প্রধান অতিথি মো. লানচু চৌধুরী। প্রসঙ্গতঃ প্রতিবছর নীলফামারী জেলা থেকে চিকলী নদী দিয়ে তিনটি ভুড়া পাঠানো হয় বিশ্ব জাকের মঞ্জিলে। এর মধ্যে জেলার কিশোরগঞ্জ উপজেলার চান্দেরহাট, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ও কামারপুকুর ইউনিয়নের চিকলী ব্রীজ থেকে একটি করে তিনটি ভুড়া পাঠানো হয়।
এসব ভুড়ায় প্রায় দুই হাজার বাঁশ পাঠানো হয় বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য বার্ষিক উরস মোবারকের প্যান্ডেল নির্মাণের জন্য। এছাড়া মান্নতের নগদ টাকাসহ পশু পাখি ও অন্যান্য উপকরণও পাঠানো হয়। জানতে চাইলে জাকের পার্টি সাংগঠনিক জেলা নীলফামারী-২ এর সভাপতি মো. লানচু চৌধুরী বলেন, প্রতি বছরের মত এবারও বাঁশের ভুড়া নিয়ে ওরশ জন্য পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ