ডিমলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা


জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ 

"আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্ত আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৩০-সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মোছা. লিমা বেগম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক অর্পণা রানী সরকার ও শফিকুল ইসলাম স্বপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ