ডোমারে বিশ্ব নদী দিবস পালিত


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টারঃ

"বাঁচলে নদী বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ" এই শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে রোববার দুপুরে শালকী নদী সুরক্ষা কমিটির আয়োজনে  দো’মুখো শালকী নদীর ধারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘মানুষের জন্য নদী’।

শালকী নদী সুরক্ষা কমিটির আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শালকী নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো,ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, ডোমার পৌর কাউন্সিলর অহিদুল ইসলাম, ডোমার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু, শালকী নদী সুরক্ষা কমিটির সদস্য  হাফিজুল ইসলাম হাফি,আব্দুল আজিজ, মহেশ চন্দ্র কর্মকার প্রমূখ।

অপরদিকে শালমারা দেওনাই নদী সুরক্ষা কমিটি ও চেকাডারা নদী সুরক্ষা কমিটি পৃথক ভাবে বিশ্ব নদী দিবস কর্মসূচি পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ