প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পবিার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোহাম্মদ নুরুল ইসলাম গতকাল বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর এবং তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি।
0 মন্তব্যসমূহ