ভারুয়াখালী গুচ্ছ গ্রামের কিশোর গ্যাং হাবিব গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী গুচ্ছ গ্রাম এলাকায় 

সাহেদ নামে এক যুবক কে কুপিয়েছিল সন্ত্রাসীরা। এই ঘটনায় ২ অাগাস্ট সোমবার বিকালের দিকে কক্সবাজার সদর মডেল থানার এসআই আলমগীর এর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ছুরত আলমের পুত্র কিশোর গ্যাং হাবিব উল্লাহকে গ্রেফতার করেছে বলে জানাগেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় অন্য আসামিরা পালিয়েছে। 


জানা যায়, গত ১৮ জুলাই শনিবার রাত ১১ টার দিকে সন্ত্রাসীরা লম্বা কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সাহেদ নামে এক যুবককে কুপিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন।   


আহতের পরিবার জানান, হামলাকারীরা এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই, মাদক চুরিডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত। এইগুলো বন্ধ করতে বাঁধা দেয়ায় দীর্ঘদিন ধরে সাহেদসহ তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এই সন্ত্রাসী সিন্ডিকেট। এর ধারা বাহিকতায় পূর্ব শ্রুতার জের ধরে সাহেদ কে স্থানীয় দোকানের সামনে  একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্য মারাক্তভাবে আহত করেছিল। আহত ব্যক্তির কাছ থেকে ১১ হাজার ৭ শ নগদ টাকাও লুট করেছিল তারা।  হামলায় আহত হয়ে সাহেদ অজ্ঞান ও  অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছিল। 


হামলার সাথে জড়িতরা হচ্ছে স্থানীয় গুচ্ছ গ্রাম এলাকার মনছুর আলম, তার পুত্র সন্ত্রাসী সোলেমান, মো হাবিব উল্লাহ, বুলবুল আক্তারসহ  ১০/১২ জন অস্ত্রধারী।

 কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল গিয়াস জানান, অপরাধী যে হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ