ফাইনালে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

মেসি ফুটবলের জাদুকর

ডেস্ক নিউজঃ 
ক্লাব ফুটবলে মেসির সাফল্য যেখানে আকাশছোঁয়া, দেশের হয়ে ততটাই ম্লান।

আকাশি-সাদার জার্সিধারী মেসি পাঁচটি ফাইনাল খেলেছেন। শিরোপার নাগাল একবারও পাননি তিনি।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারটা এখনও পোড়ায় লিওনেল মেসিকে। এর পর দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা অধরাই রয়ে গেছে আলবিসেলেস্তেদের।

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে মেসির পা থেকে রক্ত ঝরেছে। সেই রক্তক্ষরণের দৃশ্য আর্জেন্টিনার আর মেসিভক্তদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে।

কিন্তু দেশের হয়ে শিরোপা না ছুঁতে পারার ব্যর্থতায় মেসির হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয়েছে তার হিসেবে রাখেনি কেউ।

এবার সময় এসেছে ব্যর্থতা ঘোচাবার।  

কোপা আমেরিকা ফাইনালে রোববার বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিপক্ষে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা।

হৃদয়ের অদৃশ্য রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি ম্যাচে লিওনেল মেসির ওপর আলাদা নজর থাকবে ফুটবলবিশ্বের।

কারণ এদিন মেসির সামনে থাকবে একাধিক রেকর্ড গড়ার হাতছানি।

মেসিভক্তদের সামনে সেই  রেকর্ডগুলো উপস্থাপন করা হলো -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ