ডোমারে ২০ বীরঙ্গনা’র মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান


রতন কুমার রায়-স্টাফ রিপোর্টারঃ
 

নীলফামারীর ডোমারে বিশ বীরঙ্গনা নারীকে করোনাকালীন দুঃসময়ে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার সকালে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারে বীরঙ্গনা সহায়তা কার্যক্রম এর আয়োজন করে। অপরাজেয় বাংলা ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান ও ইতিহাস বিভাগের ডিন ড. আবু মো. দেলোয়ার হোসেনের প্রেরিত অধ্যায়নে উক্ত সহায়তা দেওয়া হয়। 

সংগঠনের পক্ষে বীরঙ্গনা সহায়তা কার্যক্রমের জেলা সমন্বয়কারী ও শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক আল আমীন রহমান বীরঙ্গনা নারীদের জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ পাঁচশত টাকা প্রদান করেন। এসময়ে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম,সংবাদকর্মী সাখাওয়াত আমীন সৈকত প্রমূখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ