জলঢাকায় অটোরিক্সা অটোটেম্পু ও থ্রী হুইলার শ্রমিকদের সাথে ওসির মতবিনিময় সভা


আব্দুল মালেক, বিশেষ প্রতিনিধিঃ

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, সড়ক দূর্ঘটনা এড়িয়ে চলুন, মনে রাখবেন আপনার জীবনের সাথে জড়িয়ে আছে অনেক জীবন। আপনার পরিবার আপনার জন্য পথ চেয়ে বসে থাকে, কারন আপনিই শুধু পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি চালকদের মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ অটোরিক্সা, অটো টেম্পু ও থ্রী হুইলার শ্রমিক ফেডারেশনের জলঢাকা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মটোরশ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোরিক্সা, অটো টেম্পু ও থ্রী হুইলার শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ইউপি সদস্য সইদুল ইসলাম ও শ্রমিক নেতা কামরুজ্জামানসহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ