রাজারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত পুলিশসহ ৫


রাশেদ , স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
 

১লা মার্চ সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রামের রাজারহাট তিস্তা সড়কে পিকআপ ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত এবং ২আহত হয়েছে। সেই সাথে বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আরো ৩জন আহত হয়েছে। পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার তেলের পাম্পের পূর্বপাশে ১লা মার্চ সোমবার রাত ৯টার দিকে রাজারহাট থেকে একটি পিকআপ তিস্তা অভিমুখে যাওয়ার সময় তিস্তা থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজিতে রংপুর থেকে আসা নুরুল ইসলাম(৮০) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। 

তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দূর্গারাম তালতলা গ্রামে।এলাকাবাসীরা লাশ দেখতে ভিড় করলে দু’পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দু’পাশের যানজট নিরসনে কাজ শুরু করে। কিন্তু বিক্ষুব্ধ কিছু উৎশৃঙ্খল যুবকরা অতর্কিতভাবে যানবাহনের উপর রেললাইনের পাথর ছুঁড়তে থাকে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরও টিল ছুড়তে থাকে।

এতে রাজারহাট থানার এসআই শরিফুল ইসলাম, কন্সটেবল জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মকবুল হোসেন আহত হয়। তাদেরকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘন্টা পর পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রনে নিয়ে আসলে যানচলাচল স্বাভাবিক হয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার স্থানটি পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করে বলেন পুলিশ জনগণের বন্ধু কিন্তু আজ এলাকাবাসী আমার পুলিশ সদস্যকে পাথর নিক্ষেপ করে আহত করেছে। তিনি মৃত ব্যক্তির ছেলের সাথে কথা বলে সকল প্রকার আইনি সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ