পঞ্চগড়ে ব্যতিক্রমী শিশুদিবস পালন করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
 

শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশুদিবস পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন"।

বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার আমলাহার দাখিল মাদ্রাসা মাঠে শিশু-কিশোরদের জন্য দৌড়, মোড়ক লড়াই, হাতি উড়ে না পাখি উড়ে, স্লো সাইকেল ও হাড়িভাঙ্গা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 

খেলা শেষে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোতিষ চন্দ্র রায়, আমলাহার দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. সাইফুল্লাহ সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে আগত সকল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনটি পঞ্চগড়ের আটোয়ারীর পানপাড়া আশ্রয়ন প্রকল্পে গ্রামবাংলা পাঠশালায় শিশুদের নিয়ে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও খাবার বিতরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ