আনসারের দেয়া বাড়ী পেয়ে খুশিতে আত্মহারা জোলেখা বেগম


হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
 

আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ এর তহবিল থেকে ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ২ রুম বিশিষ্ট ঘর প্রদান করেন লালমনিরহাট ২৭ আনসার ব্যাটানলিয়ান এর পরিচালক আসাদুজ্জামান গনী। কালীগঞ্জ উপজেলার চলবলা উইনিয়নের স্বামী পরিত্যক্তা জোলেখা বেগমকে এই ঘর প্রদান করা হয়।

জোলেখার স্বামী ২০ বছর আগে তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে সে মানবেতর জীবনযাপন করে আসছে। তার বাবার দেয়া ৩ শতক জমির উপর সে পলিথিনের ঘর তৈরি করে বসবাস  করে আসছিলো। তার এ কষ্ট দেখে আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ তাকে দুটি রুম বিশিষ্ট, একটি বাথ রুম ও একটি নলকূপ বসিয়ে দেন। এগুলো পেয়ে খুশিতে আত্মহারা জোলেখা বেগম।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার,৪ ফেব্রুয়ারী ঘর হস্তান্তর করা হয়।  এতে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রনয় অধিকারী, চলবালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রেখা রানীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ