রাজারহাটে শহীদ বসু দিবস পালিত


রাশেদ স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
 

স্বৈরাচার বিরোধী ছাত্র  আন্দোলনের সম্মুখসারীর লড়াকু সৈনিক, তৎকালীন ছাত্র  সংগ্রাম পরিষদের অন্যতম ভ্যানগার্ড শহীদ রাউফুন বসুনিয়ার ৩৬ তম শাহাদত বার্ষীকি বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯.০০ ঘটিকায় শহীদ রাউফুন বসুনিয়ার গ্রামের বাড়ী, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার কবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিশেষ করে,শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ,শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি পরিষদ,বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,বঙ্গবন্ধু পরিষদ, সিপিবি,জাতিয় সমাজতান্ত্রিক দল জাসদ,ঘাতক দালাল নির্মুল কমিটি,সম্মলিত সাংস্কৃতিক জোট,ভাবনায় রাজারহাট, প্রেসক্লাব রাজার সহ সকল সংগঠন তাদের নিজ নিজব্যানারে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে ছিনাই বাজারে শহীদ  রাউফুন বসুনিয়ার স্মৃতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের আহবায়ক সাবেক ছাত্র নেতা ছানালাল বকসির সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অথিতি হিসাবে  বক্তব্য রাখেন  জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলী, অন্যদের মধ্য আলোচনায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামীগ নেতা সাইদ হাসান লোবান,পিপি আব্রাহাম লিংকন, জেলা জাসদের সাবেক সভাপতি এমদাদ হোসেন,সম্মলিত সাংস্কৃতিক জোটের শ্যামল ভৌমিক,ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দুলাল বোস,কুড়িগ্রাম  প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু,ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল হক নুরু, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাটের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমূখ। 

বক্তারা শহীদ রাউফুন বসুনিয়ার ত্যাগ,আদর্শ নিয়ে কথা বলার পাশাপাশি শহীদ রাউফুন বসুনিয়ার নামে বিভিন্ন স্থাপনার নাম করনের দাবি তোলেন।  শহীদ রাউফুন বসুনিয়া ১৯৮৫ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আজকের দিনে তৎকালীন শাসকের  গুলিতে ঢাকার রাজপথে  নিহত হন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ