কুড়িগ্রামে শীতে থমকে গেছে বোরো আবাদ


নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

হিমালয়ের পাদদেশে অবস্থিত কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। প্রচণ্ড শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন। মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিস।

প্রচণ্ড শৈত্য প্রবাহে থমকে গেছে মাঠের কার্যক্রম। পিছিয়ে পরেছে বোরো আবাদ। শ্রমিক সংকটে ভুগছেন কৃষকরা। এদিকে কয়েক দিনের তীব্র ঠাণ্ডায় নষ্ট হয়ে যাচ্ছে বসতবাড়ীর শাকসবজি। ঠাণ্ডায় কাতর ছিন্নমূল মানুষ ভুগছেন শীতবস্ত্রের অভাবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুরুল হক জানিয়েছেন বোরো আবাদ কিছুটা বিঘ্নিত হলেও আবহাওয়া উন্নিত হলে সেটা পূরণ হবে। এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবে না। চলতি বছর জেলায় ১ লক্ষ ১২ হাজার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ