মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
‘নিভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শনিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য দেন। সভায় জেলা পসিংখ্যান অফিসের উপ পরিচালক খালেদ রাশেদুল হাসান খান মূল প্রবন্ধ উপস্থাপন করে।
বক্তারা নির্ভুল পরিসংখ্যানের উপর জোর দিয়ে বলেন, পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই সরকার পরিকল্পনা গ্রহণ করে। কাজের পরিসংখ্যানের কাজ সঠিক ও নির্র্ভুলভাবে করতে হবে। সভায় জানানো হয়, আগামী ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী জনশুমারী ও গৃহ গণনা শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ