রতন কুমার রায়-স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাওনাদার শওকত আলীর(৪০) গলায় খুড় দিয়ে পোচ দিলেন দেনাদার সুবাশ শর্মা (৩৫) নামে এক নাপিত। আহত ছওকত আলী পূর্ব বারবিশা ঢুলানিপাড়া গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান বুলেট জানায়, সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার বামুনীয়া ইউনিয়নের পরিষদ সংলগ্ন কাচারী বাজারে মধ্য বামুনীয়া নাঠুয়ার হাট এলাকার শশী মোহন শর্মার ছেলে সুবাশ শর্মার দোকান ঘরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহত শওকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। অপরদিকে সুবাশ শর্মাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আহত শওকত আরীর ফুফাতো ভাই বাছিদুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত সুবাশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ