বীরগঞ্জে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন


মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ভোগনগর ইউনিয়নে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন ও মা সমাবেশে ভোগনগর ইউনিয়নের আ.লীগের সাধারন সম্পাদক মো. মমতাজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্না। অনুষ্ঠিত 

মা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরী বালা অধিকারী। ভবন উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে তথ্যপ্রযুক্তি ও উন্নয়নমূখী বর্তমান আওয়ামী সরকার আমলের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দল মত নির্বিশেষে সকল সাধারন মানুষকে আওয়ামী লীগের সাথে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একই দিনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কবিরাজহাট চৌমুহনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত নবনির্মিত সেমিপাকা ভবনের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ