বৃহস্পতবিার (২১জানুয়ারি ) সদর উপজলো জাতীয় পার্টি সম্মলেন ও কাউন্সলি শেষে পুর্ণাঙ্গ কমটি িঘোষণা করা হয়ছে। এতে এডভোকটে রফিক সভাপতি এবং মোঃ জসমি উদ্দনি চৌধুরী সাধারণ সম্পাদক নির্মাবাচিত হয়ছেনে। এ সময় উপস্থতি ছিলেন কক্সবাজার জলো জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চয়োরম্যান, যুগ্ম আহবায়ক হুসাইনুল ইসলাম মাতবর,যুগ্ম আহ্বায়ক মাস্টার এম এ মঞ্জুর,সভাপতি কক্সবাজার জলো যুব সংহতি শহিদুল ইসলাম মুন্না, মাওলানা শফি উল্লাহ জিহাদী সভাপতি ওলামা পার্টি কক্সবাজার জলো, শামসুল আলম সভাপতি চকরিয়া উপজেলা, কামাল উদ্দিন আহ্বায়ক তরুণ পার্টি কক্সবাজার জলো, বেলাল উদ্দনি সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা সাজ্জাদ হোছাইন সদস্য সচবি তরুণ পার্টি কক্সবাজার জেলা ফরিদ মিয়া সহ-সভাপতি জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা।
0 মন্তব্য