কক্সবাজারের হোটেল সি প্রিন্সেস'র টয়লেটের মল আবর্জনা যাচ্ছে সরাসরি সমুদ্র সৈকতে

মোঃ শফিক ইসলামঃ কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে  অবস্থিত হোটেল সি প্রিন্সেস'র টয়লেটের মল চলে যাচ্ছে সরাসরি সমুদ্র সৈকতে। ফলে নষ্ট হচ্ছে সমুদ্র সৈকতের পরিবেশ। 

 এ ময়লা আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে সৈকতে পর্যটকরা হাঁটা চলাফেরা করতে অসম্ভব হয়ে পড়েছে।

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দক্ষিণ পাশে তারাকা মানের হোটেল সি প্রিন্সেসের সমস্ত ময়লা আবর্জনা ও দুষিত পানি সরাসরি সমুদ্র সৈকতে চলে যাওয়ার কারণে পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে সমুদ্র সৈকতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদাচরণ হয়, সে সমুদ্র সৈকত উক্ত হোটেলের ময়লা অাবর্জন ও দুষিত পানির কারণে ডাস্টবিনে পরিনত হচ্ছে।

বাংলাদেশ পর্যটন সম্পদে পরিপূর্ণ। যাকে ঘিরে বিশ্বের বুকে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ রয়েছে এ দেশের। কিন্তু যথাযথ পরিকল্পনা না থাকা ও বাস্তবায়নের কারণে এই হোটেলের  আন্তরিকতার অভাবে এসব সম্পদের অপব্যবহার হচ্ছে। নষ্ট হচ্ছে সম্ভাবনাময় পর্যটন সম্পদ। পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন হচ্ছে না। 

এ বিষয়ে হোটেল সি প্রিন্সেসের দায়িত্বরত কর্মকর্তা এ বি সি সুমনের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ