সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটগ্রহণ সম্পর্কে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। নির্বাচন আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটদান সম্পর্কে ধারণা দিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লায়ন্স স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাসিম আহমেদ।এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে বক্তব্য বলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (নৌকা) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (লাঙ্গল),ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল  রবি (মোবাইলফোন) ও পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। 

সভায় প্রার্থীরা নির্বাচনের সব ধরণের আচরণবিধি মেনে চলছেন জানিয়ে বলেন ইভিএমে ভোটগ্রহণ সম্পর্কে বিভিন্ন আশংকার কথা উল্লেখ করেন। প্রার্থীদের এসব বক্তব্য শুনে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ইভিএমে ভোটগ্রহণ বিষয়ে পরিস্কার ধারনা দিয়ে বলেন, একজন ভোটার ইভিএমে ভোট দিতে গেলে আঙ্গুলের ছাপ, ভোটারের ছবি আসবে। তারপর তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ইভিএমে কোন অনিয়মের সুয়োগ নেই। তারা বলেন, সৈয়দপুর পৌরসভা  নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন হবে কোন প্রকার অনিয়ম হলে তা কঠোর হাতে দমন করা হবে। 

প্রশাসনের এমন কথায় প্রার্থীরা আশ্বস্ত হন এবং তাদের পক্ষ থেকেও সবধরণের সহযোগিতা দেয়ার কথা বলেন। এদিকে ওই সভায় প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয় অাগামি ১৪ জানুয়ারি পৌর এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটের ধারণা দিতে মক ভোটিং (প্রতিকী ভোট) অনুষ্ঠিত হবে। ওইদিন সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হয়ে মক ভোটে অংশ নেয়ার আহবান জানান তারা।  মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নাহিদ হাসান,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ