মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরের বড় হাশিমপুরে লুনার চেয়ারম্যান ফুটবল টূর্ণামেন্টে সৈয়দপুরের প্রিন্স স্পোটিং ক্লাব ফাইনালে উঠেছে। ফতেজংপুর ইউনিয়নের হাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেলে টূর্ণামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে সৈয়দপুরের মুন্সিপাড়া প্রিন্স স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রংপুরের ঘাঘট সমাজ কল্যাণ সংঘকে হারিয়েছে।
বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বাণু। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সৈয়দপুর উপজেলা সংবাদদাতা আলহাজ্ব মো. নজির হোসেন নজু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আশফাকুর রহমান শাহ্। সৈয়দপুরের মিশন জেনারেল হাসপাতাল এন্ড পপুলার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য বলেন ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার। বিকেল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হলে বিরতির আগ পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই সৈয়দপুর প্রিন্স স্পোটিং ক্লাবের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মো. জাহাঙ্গীর দলের পক্ষে গোল করে দলকে১-০ গোলে এগিয়ে নেন। তীব্র উত্তেজনাপূর্ণ খেলার শেষ অবধি রংপুর ঘাঘট সমাজ কল্যাণ সংঘ গোল পরিশোধ করতে ব্যর্থ হলে মুন্সিপাড়া প্রিন্স স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রংপুর ঘাঘট সমাজ কল্যাণ সংঘকে হারিয়ে ফাইনালে খেলার গৌবর অর্জন করে।
আজকের সেমিফাইনালে রেফারি ছিলেন মো. ওবায়দুর রহমান। আর শ্রী সুজিত রায় ও মো. মোতাহার আলী সহকারি রেফারির দায়িত্ব পালন করেন । চলতি মাঘ মাসের শরীরের হুঁল ফোটানো কনকনে শীত উপেক্ষা করে শত শত ফুটবলপ্রেমী দর্শক হাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন। লুনার চেয়ারম্যান ফুটবল টূর্ণামেন্টে রংপুর,দিনাজপুর,নীলফামারী ও সৈয়দপুরের মোট আটটি দল অংশ নিচ্ছে।
0 মন্তব্যসমূহ