জনগণের দোড়গড়ায় উন্নয়ন পৌঁছে দেয়া হচ্ছে -আবুল হাসান মাহমুদ আলী এমপি


চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরিত করতে যোগাযোগ ব্যবস্থার অভূতপুর্ব উন্নয়ন সাধন করে চলেছেন। তাঁর নেতৃত্বে গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, বাজারসহ সকল কিছু উন্নয়নের আওতায় এসেছে। 

জনগণের দোড়গড়ায় উন্নয়ন পৌঁছে দেয়া হচ্ছে। ৯ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ইছামতি নদীর উপর ৬০ মিটার দৈর্ঘ্য ও ৪ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাকোরপাড় বটতলী ব্রীজের পাইলিং কাজের উদ্বোধনী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, স্থানীয় গোয়ালদিহি ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ, গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি পলি রায়,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সুমন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

এ ব্রীজটি নির্মানের ফলে দিনাজপুর ও নীলফামারী জেলার আশেপাশের অন্তত ১০ টি গ্রামের যাতায়াত সহজতর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ