শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন "আমরা কক্সবাজারবাসী" শহর শাখা


আক্তার কামাল সোহেলঃ
কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের গরীব দুঃখিত স্থায়ী শীতার্তদের মাঝে একশত কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসী শহর  শাখা।


সম্প্রতি কক্সবাজারের পৌরসভার ০৯ নং ওয়ার্ড ঘোনার পাড়ায় অবস্থিত বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের মধ্যে , আজ ১৩/১/২০২১ রোজ বোধ বার সন্ধ্যায় ৭টায় এসব কম্বল বিতরণ করা হয়।


এইতে স্বেচ্ছাসেবী হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম সঞ্চালনা করেন আমরা কক্সবাজারবাসী শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মোস্তফা কামাল রিফাত এবং সভাপতিত্ব করেন বিজয় কর্ম কার লক্ষণ।

এই ছাড়া এইতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের জেলা শাখা সমন্বয়ক জনাব,  এড.মুজিবুর হক ।


আরো বিশ্বের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসী শহর শাখার সাধারণ সম্পাদক জনাব,কামাল উদ্দীন,

যুগ্ম সাধারণ সম্পাদক,জনাব, সালাউদ্দিন, 

সহ সাধারণ সম্পাদক,জনাব, মামুলী রশিদ 

সহ সম্পাদক, সাংবাদিক জনাব, আক্তার কামাল সোহেল, 

যুব বিষয় সম্পাদক,জনাব, এমডি ফারুক আজম,আবুদল হাকিম এবং আমিও কক্সবাজারবাসীর নেতৃবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ