মো. সকেল হোসেন, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুরে আম গাছে মেরি আক্তার (৩৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রুকিন্দীপুর ইউপির জালালপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে নুর মোহাম্মদের সাথে মেমী আক্তারের বিয়ে হয়। এটি নুর মোহাম্মদের দ্বিতীয় বিয়ে ছিল। গেল রাত ২টার দিকে গৃহবধু মেমী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাহিরে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। এ সময় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে সকালে বাড়ির পাশের একটি আম গাছে তার লাশ ঝুলে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এরপরে পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে ।
0 মন্তব্যসমূহ