জলঢাকা খুটামারায় অগ্নিকান্ডে ৩ টি পরিবার নিঃস্ব


আব্দুল মালেক, বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার ৮নং মডেল খুটামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আরাজিকাঠালী মাষ্টারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের পাঁচটি ঘর ও নগদ ৭০ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। 

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিকের উপরে হয়েছে বলে স্থানীয়রা জানান। জানা যায়, আজ রোববার দুপুরে নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম দ্রুতগতিতে ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে নগদ অর্থসহ ১৩টি কম্বল বিতরণ করেন। এসময় ইউপি সদস্য নুরুজ্জামান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজালুল হক আপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম মুঠোফোনে বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথেই জলঢাকা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে দ্রুতগতিতে আমিও যাই। যথাসময় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। চেয়ারম্যান বলেন, আগুনে পুড়ে যাওয়া একব্যক্তিকে আমার গাড়িতে করে জলঢাকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ