বেগম রোকেয়ার অনুসারী যোদ্ধা আয়শা খানমকে রোকেয়াপদক প্রদান না করলে তা হবে পদকেরই অবমূল্যায়ন


শিমুল, দিনাজপুর সদর প্রতিনিধিঃ
 

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আয়শা খানম-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত। 

৩১ জানুয়ারী রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে স্মরণ সভায় দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে স্মরণ সভায় লিখিত প্রবন্ধ ‘আয়শা খানম: এক মানবিক গৌরব গাঁথা’ পাঠ করেন দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। গত ০২ জানুয়ারী ২০২১ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আয়শা খানম মৃত্যুবরণ করেন। 

স্মরণ সভায় বক্তারা বলেন, একাত্তারের উত্তাল দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রনেতা মুক্তিসংগ্রামকে ত্বরান্বিত করতে নিজেদের উৎসর্গ করেছিলেন তাঁদেরই একজন আয়শা খানম। ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর অসহযোগ আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধের পথে এগিয়ে যেতে যেসব আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়েছিল সেসবগুলোতেই তিনি সামনের সারিতে ছিলেন। নারী অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থেকেছেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত। শুধু সাহসিকা নন, পরম মমতাময়ী, সংকট উত্তরণের সংগ্রামে সাহস ও প্রেরণাদাত্রী। অমিততেজ এই মানুষটি সকলের কাছে ছিরেন অসী প্রেরণার উৎস, অন্ধকারে আলোর শিখা। এই কর্মী, এই সংগঠক, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অনুসারী এই অক্লান্ত যোদ্ধাকে ‘রোকেয়া পদক’ প্রদান না করলে তা হবে পদকেরই অবমূল্যায়ন। 

উক্ত স্মরণসভায় আরও বক্তৃতা করেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, ডাঃ জিল্লুর রহমান, সাবেক মেয়র সফিকুল হক ছুটু, রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রচার সম্পাদক জেসমিন আরা, জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ