মধ্যরাতে কম্বল উপহার দিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো.মিজানুর রহমান


চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

কনকনে শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। শৈত্য প্রবাহের দাপটে নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে কোমলমতি শিশুদের। এই কোমলমতি শিশুদের একটু উষ্ণতা দিতে পাকেরহাট গুন্দুশাহ পাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে গতকাল মধ্যরাতে কম্বল উপহার দিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান।

পরম মমতায় শিশুদের হাতে  তুলে দেন কম্বল। কিছু সময় তাদের সাথে কাটান  খানসামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.মিজানুর রহমান। তার সাথে কথা বললে তিনি জানান, এই শীতে ছোট ছোট শিশুরা অমানবিক কষ্ট করে পড়ালেখা করছে। তাদের প্রতি বুকভরা ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। আমার একার পক্ষে যতটুকু সম্ভব আমি তাদেরকে এই শীতবস্ত্র দিচ্ছি। কিছুটা হলেও তাদের কষ্ট দুর হবে এতেই আমি খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ