ডোমারে পৌর বিএনপি’র মানববন্ধন


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবীতে নীলফামারীর ডোমারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে শহরস্থ বাটার মোড়ে ডোমার পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মানববন্ধনের আয়োজন করে। 

পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি মেরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আজাবুল হক, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মামুনুর রশীদ বসুনিয়া সজিব, যুবদলের যুগ্ন-আহবায়ক হাসানুল আলম রিমুন, যুবনেতা আনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারী কলেজ আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, যুগ্ন-আহবায়ক ফাহিম ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

 বক্তরা বলেন, দেশে সকল পন্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বানিজ্য মন্ত্রীর পদত্যাগসহ দ্রুত নিত্যপ্রয়োজনীয় সকল পন্যের দাম কমানোর দাবী জানান তারা। সেই সাথে ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারও তারা দাবী করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ