রংপুরে মেয়র কাপ টি-২০ টুর্নামেন্ট চুড়ান্ত ম্যাচে চ্যাম্পিয়ান বেগম রোকেয়া পাইওনিয়ার


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ

রংপুরে মেয়র কাপ টি-২০ টুর্নামেন্টে টানটান উত্তেজনা পূর্ণ চুড়ান্ত খেলোয় লো-স্কোয়ারিং ম্যাচে জিতে প্রথমবারের মত ট্রফি তুললো বেগম রোকেয়া পাইওনিয়র।  ১৯ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) এ ম্যাচে তারা হাড়িভাঙ্গা কাটার্সকে ১ রানে হারিয়ে দিয়ে জয় তুলে নেন। এতে ম্যাচ সেরা হন বেগম রোকেয়ার পাইওনিয়র এর ব্যাটসম্যান মোহাম্মদ ঈশা। বেগম রোকেয়া পাইওনিয়র অধিনায়ক সালাউদ্দিন পাপ্পু সেরা ব্যাটসম্যান ও একই দলে মুন্না সেরা বোলার নির্বাচিত হন। 

টসে হেরে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেন। দলের পক্ষে মোহাম্মদ ঈশা ৩৭ বোলে ৩৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া দলের পক্ষে ব্যক্তিগত রান করেন সাইদ ২৫। হাড়িভাঙ্গার পক্ষে উইকেট পান মাসুদ ৩টি, রাফি ও সাদ্দাম ১টি করে। জবাবে হাড়িভাঙ্গা ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক আকবর আলী ৩৭ বোলে ৩৭ রান ও সানি ৩৫ রান করেন। বেগম রোকেয়া পাইওনিয়র পক্ষে উইকেট পান মুন্না ২টি এবং রানা, আবির ও সাব্বির ১টি করে উইকেট নেন।

পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃআসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, বাংলাদেশ ক্রিকেট 

বোর্ডের পরিচালক ও রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, কউিন্সিলর তৌহিদুল ইসলাম, সেকেন্দার আলী, মুনতাশীর শামীম লাইকো, আব্দুল গাফ্ফার, আমিনুর রহমান, মাহাবুবুর রহমান মঞ্জু, রহমত উল্লাহ বাবলা, মালেক নিয়াজ আরজু প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ