মুন্সীগঞ্জের শ্রীনগরে কম্পিউটার ভ্যানে ১মাস মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন


ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন"টেকনোলজি  এমপাওয়ার মেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)শীর্ষক সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে এক মাস মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১০ঘটিকায় উপজেলা মিলনায়তন এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ মোল্লা(যুগ্মসচিব) পরিচালক (বাস্তবায়ন মনিটরিং -যুব সংগঠন) ওপ্রকল্প পরিচালক টেকাব প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমসিউর রহমান( মামুন) চেয়ারম্যান শ্রীনগর উপজেলা, মোঃমতিয়ার রহমান(উপপরিচালক) যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ, 

মোঃতোফাজ্জল হোসেন (সাঃসম্পাদক)শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ,মোঃওয়াহিদুর রহমান জিঠু(ভাইস চেয়ারম্যান) শ্রীনগর উপজেলা পরিষদ,রেহেনা বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান) উপজেলা পরিষদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রহিমা আক্তার। 

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃআব্দুল বাকীএছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ কারী যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ উল্লাহ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ