পীরগঞ্জে কার্পের সাথে মাছ চাষ এর ২ দিন ব্যাপী মৎস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের  উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায়ো কার্পের সাথে গুলশা/ পাবদা এর ২ দিন ব্যাপী মৎস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । রোববার ১৩ ডিসেম্বর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর রংপুরের উপপরিচালক ড.সাইনার আলম ।

প্রথম দিনের এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন প্রকল্পটির ( রংপুর বিভাগের)  প্রকল্প পরিচালক আতাউর রহমান খান ও সহকারী পরিচালক খালিদুজ্জামান। প্রশিক্ষণের শেষ দিন সোমবার এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন প্রকল্পটির সহকারী পরিচালক ফয়সাল আযম, সহকারী পরিচালক কাজী আতিয়াহ তৈয়্যেবা ও রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস । 

পীরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও প্রশিক্ষণটির সমন্বয়কারী আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণে মৎস্য চাষ সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী শাহজাহান প্রধান, সুমন সরকার । উক্ত ২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২৫ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ