মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে শহরের বিভিন্ন এলাকায় রিক্সাচালকদের মাঝে জুতা ও মোজা বিতরণ করেছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর। আজ শুক্রবার বিকেলে শহরের কয়েকটি পয়েন্টে অবস্থান করে ওইসব জুতামোজা বিতরণ করেন
স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সোহেল রানাসহ সদস্য আকাশ সরদার, সুপ্তা রায়, রীমা ইসলাম, রুবেল প্রমূখ। প্রতিষ্ঠাতা সোহেল রানা জানান, চলতি শীত মৌসুমে সৈয়দপুরসহ গোটা নীলফামারী জেলায় তীব্র শীত পড়েছে।
এ প্রচন্ড শীতে খেটে খাওয়া রিকশা ও রিকশাভ্যান চালকেরা গায়ে গরম কাপড় পরিধান করলেও পায়ে জুতা মোজার অভাবে কষ্ট করছেন। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমরা সংগঠনের পক্ষ থেকে শহরের রিকশা ও রিকশা ভ্যান চালকদের মাঝে শতাধিক জোড়া জুতামোজা বিতরণ করেছি।
0 মন্তব্যসমূহ