ডিমলায় বেগম রোকেয়া দিবস পালিত


জাহাঙ্গীর রেজা, নীলফামারীঃ
 

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এবারের এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  বেগম রোকেয়া দিবস -২০২০ পালন ও “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯-ডিসেম্বর) বিকালে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বে-সরকারী সংস্থা পল্লীশ্রী রি-কল প্রকল্প এর সহযোগীতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) পূরবী রানী রায়। 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক অর্পণা সরকার ও শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা অফিসার নুরন্নাহার আক্তর নুরী, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হুলশানআরা বেগম, ইউজিডিপি উন্নয়ন প্রকল্পের (অতিরিক্ত) সহায়ক বিভা রায়, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড অফিসার আয়শা সিদ্দিকা প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিশোর-কিশোরী প্রকল্প ক্লাবের জেন্ডার প্রোমেটর নুরনবী ইসলাম ও আলিফ হোসেন, সংগীত শিল্পি,আবৃত্তি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার গনমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল সদস্যবৃন্দ। 

আলোচনা সভা শেষে উপজেলার বালাপাড়া ইউনিয়নে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী লাভলী বেগম, খালিশা চাপানী ইউনিয়নে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রশিদা আক্তার, খালিশা চাপানী ইউনিয়নে সফল জননী নারী ছালেহা বেগম, খালিশা চাপানী ইউনিয়নে মধ্য ছোটখাতা গ্রামের নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় রোকেয়া বেগম ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দক্ষিণ খড়িবাড়ী গ্রামের মোছাঃ রোজিনা আক্তারকে জয়িতা অন্বেষনে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ