মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসুচি বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন এই প্রশিক্ষণের আয়োজন করে।
তথ্য কমিশনের উপ পরিচালক এ,কে,এম তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।
প্রশিক্ষণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকর আইনের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, এনজিও ও গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।
0 মন্তব্যসমূহ