ডিমলায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর রেজা, নীলফামারীঃ
 

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে নোভেল করোনা ভাইরাস  কোভিড-১৯) এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১১ ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথো মর্যাদার সাথে উদযাপনের লক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০-ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে প্রস্তুতি সভা সমূহে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃ আয়শা সিদ্দীকা, 

ডিমলা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, নির্বাচন অফিসার মাহবুবা আক্তার বানুসহ বিভিন্ন সরকারী বে-সরকারী অফিসের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ