মুন্সীগঞ্জের শ্রীনগরে মহা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


ফরহাদ হোসেন জনি, শ্রীনগর মুন্সিগঞ্জঃ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র নির্মাণ, প্রদর্শণ ও কূটুক্তির প্রতিবাদে শনিবার বেলা ৯ঘটিকায়  বেলতলী হাই স্কুল মাঠে এ মানব বন্ধন করা হয়।  বেলতলী তৌহিদী জনতার উদ্যোগে এ মানব বন্ধনের আয়োজন  করা হয়।মানববন্ধনে কয়েক শত লোকের সমাগম হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বেলতলী জামে মসজিদের ইমাম ওখতিব  হযরত  মাওলানা মুফতী ঈসমাইল হোসেন সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ।বক্তারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। 

তারা বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বে মুসলমানের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স জানে না মুহাম্মদ (সাঃ) আমাদের হৃদয়ের স্পন্দন। 

নবী (সাঃ) এর জন্য জীবন দিতে মুসলমানরা কুন্ঠাবোদ করেনা। তারা বলেন, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে। মানব বন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল মধ্য বাজারে এসে শেষ হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ