ডিমলায় হাঙ্গার প্রজেক্টের বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ


জাহাঙ্গীর রেজা, নীলফামারীঃ 

“আমার স্বাস্থ্য, আমারই দায়িত্ব, সবাই মিলে শপথ করি, করোনা ভাইরাস সহশীল গ্রাম গড়ি” এমন শ্লোগানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ধাপে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ও খালিশা চাপানী এ দুইটি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ৬টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি করতে বিনা মূল্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট।

বৃহস্পতিবার (২৬-নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়নকারী অজিবর রহমান লেবুর উপস্থাপনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ও বিশেষ অতিথি বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার উপস্থিতিতে ওই সব সরঞ্জাম বিতরণ করা হয়।  

হাঙ্গার প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, দ্বিতীয় ধাপে করোনা প্রস্তুতি মোকামেলায় দুইটি ইউনিয়নের কমিউনি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনা মূল্যে যে চিকিৎসা সরঞ্জাম দেয়া হলো তা যেন সঠিকভাবে ব্যবহার হয়।  

উল্লেখ্য: ইন্সটলমেন্ট বিপি মেশিন,এন 95 মাক্স, থার্মমিটার,অক্সিমিটার কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধির কাছে বিতরন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ