গাইবান্ধার তুলসীঘাটে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ৬জন আহত


ওবাইদুল ইসলাম গাইবান্ধাঃ

গাইবান্ধার তুলসীঘাটে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার  সকালে সদর উপজেলার তুলসীঘাট নামক এলাকায় পিক আপ ভ্যান ও অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পর অপর আর ১ জনের মৃত্যু হয়। 

এছাড়াও এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হানপাতালে নিয়ে আসা নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানায়, দুপুরে গাইবান্ধা থেকে পলাশবাড়ী যাচ্ছিল পি-আপটি, এসময়  অপরদিক থেকে আসা অটোরিস্কাটি মুখোমুখী সংঘষ হয়, এতে ধুমরে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় অটোরিস্কাটি। পরে স্থানীয় ও ফায়ার সভিস কমীরা উদ্ধার করে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভতি করলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ