সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ

ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রছাত্রীদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ আবু ইউনুস মো. শহিদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদের আশু মুক্তি, শোকজ নোটিশ প্রত্যাহার, 

সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে শনিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়- ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, ইলা রানী, সাংবাদিক মনোজ কুমার রায় হিরু বক্তব্য দেন।

ধর্ম যার যার, রাস্ট্র সবার, ধর্মীয় রাস্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাস্ট্রের দাবি জানিয়ে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো। দেশের সামগ্রিক পরিস্থিতিতে অস্থিতিশীল করার কু অভিপ্রায়ে সাম্প্রদায়িক মহল বিশেষের এ এক পরিকল্পিত ঘৃন্য অভিসন্ধি। অনতিবিলম্বে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ পরিস্থিতি হবার আশঙ্কা রয়েছে। 

দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ