ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


মেহেদী হাসান,ঠাকুরগাঁওঃ
 

“নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে  নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) পালিত হয়। সোমবার জেলা পরিষদ ডাক বাংলো চত্ত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মকছেদুল আলম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

 এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পূর্বে করোনা সচেতনতায় মাস্ক ও টি-সার্ট বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ