সৈয়দপুর পৌরসভা নির্বাচন মতবিনিময়ের নামে কাউন্সিলর প্রার্থীদের ভূড়িভোজ,কদর বেড়েছে ভোটারদের


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা দিনের পর দিন বেড়েই চলেছে। ভোটারদের পক্ষে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করে মতবিনিময়ের নামে খাওয়া দাওয়ার অনুষ্ঠান অব্যাহত রেখেছেন। সব মিলিয়ে প্রার্থীদের কাছে ভোটারদের কদর অনেক বেড়ে গেছে।

সূত্র জানায়, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে সৈয়দপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচনের তারিখটি পরিষ্কার হবে তফসিল ঘোষণার পর। আগামী কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণা না হলেও পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরসহ অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা প্রায় ১ বছর আগে থেকে জনসমর্থন পেতে মাঠে নেমেছেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তাদের তৎপরতা বেড়েই চলেছে। কর্মী সমর্থক বাড়াতে তারা প্রভাবশালীসহ সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। 

দোয়া ও সমর্থন চেয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টার, ব্যানার লাগিয়েছেন তারা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মাঝে লিফলেটও বিতরণ করছেন। নাওয়া খাওয়া ছেড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এদিকে কর্মী ও সমর্থক বাড়াতে কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন এলাকায় মতবিনিময়ের নামে ভূড়িভোজও করাচ্ছেন সব শ্রেণীর ভোটারদের। 

আর সাধারণ জনগণও তাদের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন না। ওইসব আয়োজনে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন তারা। মতবিনিময়ের নামে ভূড়িভোজ আয়োজনের বিষয়ে জানতে চাইলে প্রার্থীদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনের মাঠে তাদের কথা প্রচার করতে এবং কর্মীদের চাঙ্গা রাখতে এসব করা হচ্ছে।  তারা জানান, তফসিল ঘোষণার পর তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে তৎপরতা চালিয়ে যাবেন।

এদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তৎপরতার কারণে চায়ের আড্ডায় নির্বাচনী আলোচনা জমে উঠেছে। হোটেল রেস্তোরাসহ সর্বত্র চলছে নির্বাচনের কথা। পাড়া মহল্লার মোড়ে মোড়ে গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচনী আড্ডা। দিন যতই যাচ্ছে আড্ডা ততই বাড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ